শ্রীলঙ্কায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক॥ শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকট এবং সামাজিক অস্থিরতা মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। খবর আলজাজিরার।
রবিবার রাতে সরকারি এক নোটিশে বলা হয়, জননিরাপত্তার স্বার্থে, আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের জীবন বাঁচাতে প্রয়োজনীয় জিনিস ও পরিষেবার রক্ষণাবেক্ষণের জন্য পরিমাপ ঘোষণা করেছেন বিক্রমাসিংহে।
গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর গত শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রনিল বিক্রমাসিংহে।
শপথ গ্রহণের পরই বিক্রমাসিংহে সর্বদলীয় সরকার গঠনের জন্য কাজ করতে আইন প্রণেতাদের আহ্বান জানান।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সংবিধান মেনে চলা এবং আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।
জ্বালানির ঘাটতি এবং প্রয়োজনীয় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত কয়েক মাস ধরে বিক্ষোভ করছেন দেশটির জনগণ।
নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্য গত শনিবার শ্রীলঙ্কার পার্লামেন্টের বৈঠক হয়। জ্বালানি তেলের সরবরাহ সংকটাপন্ন শ্রীলংকায় পৌঁছেছে।
আগামী মঙ্গলবার সংসদে প্রেসিডেন্ট পদের মনোনয়ন গ্রহণ করা হবে। পরে বুধবার দেশের নেতা নির্ধারণের জন্য একটি ভোট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
রাজাপাকসের সহযোগী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তিনি পূর্ণ-সময়ের প্রেসিডেন্সি পালনের জন্য একজন শীর্ষ দাবিদার। তবে বিক্ষোভকারীরা তাকেও চায় না। যার ফলে তিনি নির্বাচিত হলে অস্থিরতার সম্ভাবনা আরও বেড়ে যাবে।