বন্যার্তদের জন্যে ঝিকরগাছা বিএনপির আর্থিক সহায়তা

0

 

স্টাফ রিপোর্টার ॥ শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বিপর্যস্থ মানুষের জন্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের কাছে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঝিকরগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।  সোমবার জেলা বিএনপির আহ্বায়কের বাসভনে গিয়ে তারা এই সহায়তা প্রদান করেন। অধ্যাপক নার্গিস বেগম সেটি গ্রহণ করে জেলা বিএনপির ত্রাণ কমিটির কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন,ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু,যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন,বিএনপি নেতা এনামুল হক, গোলাম কাদের,শাহীন আহমেদ প্রমুখ।