কৃতির চাওয়া

0

লোকসমাজ ডেস্ক॥ কৃতি স্যাননের ডেব্যু হয়েছিল ‘হিরোপন্তি’ ছবি দিয়ে। কিন্তু সেখানে টাইগার শ্রফই সমস্ত অ্যাকশন করেছিলেন। এবার ‘গণপত’ ছবিতে প্রথমবার অ্যাকশন, স্টান্ট করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কৃতি স্যাননকে। কৃতি জিমে কসরত করতে ভালোবাসেন। বহুদিন ধরেই তাই প্রস্তুত করেছেন নিজেকে। এ কারণে ‘গণপত’ ছবিটি খুব স্পেশাল তার জন্য। তিনি চান ভবিষ্যতে ‘টুম্ব রাইডার’, ‘চালিজ অ্যাঞ্জেলস’-এর মতো ছবিতে অভিনয় করতে, যেখানে ছবির অভিনেত্রীরাই অ্যাকশন করে ছবি উতরে দেন।