ঝিনাইদহের সড়কে বেড়েছে গাড়ি বেড়েছে লোকসমাগম

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী ১০ই আগষ্ট পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সরকার। কিন্তু ঝিনাইদহে কঠোর লকডাউন পালনে শিথিলতা দেখা যাচ্ছে। শহরে গাড়ির চাপ যেমন বেশি, তেমনি বেড়েছে লোকসমাগম। খুলেছে দোকান পাট। বিভিন্ন সড়কে দেখা গেছে যানবাহনের চাপ। সাধারণ মানুষের মাঝেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা। সকালে শহর ঘুরে দেখা গেছে, লকডাইনের প্রথম দিকে বিভিন্ন স্থানে পুলিশের চেক পোষ্ট থাকলেও এখন তা কমেছে। সড়কে রিকশা, ব্যাটারি-চালিত ইজিবাইক, ব্যাটারি-ভ্যান, মটনসাইকেল ও প্রাইভেটকারের দখলে। এ দিকে মুজিব চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনার সড়কে বাশের ব্যারিকেড দেওয়া থাকলেও দেখা মেলেনি। তবে শহরের পোষ্ট অফিস মোড়ে ট্রাফিক পুলিশের কিছুটা কড়া কড়ি চোখে পড়েছে। যারাই ব্যক্তিগত গাড়ি নিয়ে এ দিক দিয়ে যাচ্ছেন তারাই পড়েছেন ট্রাফিক পুলিশের জেরার মুখে, বলছেন নানা অজুহাতের কথা। যারা বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হয়েছেন তাদের ট্রাফিক আইনে জরিমানা ও মামলা দেয়া হচ্ছে এ সড়কে। চেকপোস্টগুলোতে আগে যেভাবে শক্ত ভাবে পুলিশ গাড়ি তল্লাশি ও যাতায়াতকারীদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতেন তা এখন দেখা যাচ্ছে না। পায়ে হেটে, কেউবা রিকশায় গন্তব্যে যাচ্ছেন মানুষ কোন বাধা ছাড়াই। দুপুরে শহরের সোনালী ব্যাংকের সামনে রমজান নামে এক ব্যক্তি জানান, আর কত দিন ঘরে বসে থাকবো। যা পুজি ছিলো সব শেষ হয়ে গেছে। এখন বাধ্য হয়েই কাজে বের হতে হচ্ছে। তিনি আরো জানান সরকার তো ঘরে থাকতে বলছে আমাদের ভালোর জন্য। কিন্তু ঘরে যে খাবার নেই এ দিকটা তো ভাবতে হবে। শহরের দোকান খুলে বসেছেন অনেকে এসব দোকানীরা জানান, কত দিন আর দোকান বন্ধ করে রাখব। মাস শেষে তো ঠিকই দোকান ভাড়া গুনতে হচ্ছে আমাদের। এক প্রকার বাধ্য হয়ে আজ দোকান খুলেছি।