চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি-সমাবেশ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখচাষী ফেডারেশন কর্তৃক ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকল চত্বরে ৭ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত লাগাতার কর্মবিরতি, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি শুরু হয়েছে। কেরু চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা স্বতঃস্ফুর্তভাবে এতে অংশগ্রহণ করেন। সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করে চিনিকল ডিস্টিলারির প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ ও দর্শনা সদরে বিক্ষোভ মিছিল করেন। কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে এবং সহসভাপতি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, শ্রমিক নেতা মনিরুল ইসলাম প্রিন্স, ফিরোজ আহামেদ সবুজ, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক খবির উদ্দীন, আখচাষী ফেডারেশনের সভাপতি আব্দুল হান্নান, সহসভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল বারী। বক্তারা বলেন, লাখ লাখ মানুষের রুটি-রুজির একমাত্র অবলম্বন চিনিকলগুলো এদেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ, যা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের ব্যাপক ভূমিকা রেখে চলেছে। সুতরাং চিনিকল বন্ধ করার সকল অপতৎপরতা প্রতিহত করা হবে। এরপরও দাবি-দাবা মানা না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।