ভারতে সব পানশালা খোলার অনুমতি দিল কেন্দ্র, একদিনে আক্রান্তের হারে বিশ্বরেকর্ড গড়ল

0

লোকসমাজ ডেস্ক॥ শনিবার গভীর রাতে আনলক- ফোর এর নির্দেশনামার সঙ্গে একটি সাপ্লিমেন্টারি যোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিল, দেশের সব পানশালা অর্থাৎ বার এবং রেস্তোরাঁগুলো মদ পরিবেশন করতে পারবে পহেলা সেপ্টেম্বর থেকে। করোনার কারণে মদ পরিবেশন বন্ধ ছিল প্রায় পাঁচ মাস। এমন দিনে মোদি সরকার এই ঘোষণাটি করলো যেদিন একদিনে আক্রান্তের সংখ্যায় ভারত বিশ্বরেকর্ড গড়লো। ভারতে শনিবার করোনা সংক্রমিত হয়েছেন আটাত্তর হাজার নশো তিনজন। আমেরিকার এ ব্যাপারে রেকর্ড ছিল আটাত্তর হাজার চারশো সাতাশ জনের। পঁচিশ জুলাই আমেরিকা এই রেকর্ডটি করেছিল। ভারতে শনিবার করোনায় মৃত্যু হয়েছে নশো আটচল্লিশ জনের। দেশের এই পরিস্থিতিতে পানশালার দ্বার উন্মুক্ত করা নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, দেশে অর্থনীতির চাকা সচল রাখতেই মদ্য পরিবেশনে অনুমতি দেয়া হয়েছে। নয়তো হস্পিটালিটির এই সেক্টরটি নিশ্চিহ্ন হয়ে যেত। অসংখ্য মানুষ কাজ হারাতেন। কলকাতাসহ রাজ্যে বার খোলার সিদ্ধান্তে সাজ সাজ রব পড়ে গেছে রবিবার সকাল থেকে। বারগুলো ধুয়ে মুছে সাফসুতরো করা হচ্ছে। করোনার সময় ত্রিশ শতাংশ কর বসানো হয়েছিল দেশি বিদেশি মদের ওপর। এই করোনা ট্যাক্স প্রত্যাহার করার জন্যে মদ ব্যবসায়ীরা আবেদনও জানিয়েছে। সূরাপায়ীরা অবশ্য খুশি কেন্দ্রের এই সিদ্ধান্তে। আগাম তাঁরা বলতে শুরু করেছেন-চিয়ার্স।।