কলারোয়ায় করোনা ঝুঁকির মধ্যেও চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. শফিকুল

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যেও সতর্কতার সাথে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন। হাসপাতালের নির্ধারিত ডিউটির পাশাপাশি অন্য সময়েও প্রাইভেট চেম্বারে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন তিনি। করোনাভাইরাসে টালমাটাল পুরো বিশ্ব। ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছেন সবাই। তেমনই ঝুঁকিতে চিকিৎসকসহ স্বাস্থ্যসেবীরা। তারপরেও তিনি বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সতর্কতা ও উৎকণ্ঠার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন কিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট চেম্বারে রোগী ও চিকিৎসকদের আনাগোনা কমে গেছে। এ অবস্থায় কোনো কোনো চিকিৎসক ঝুঁকি এড়াতে ও নিজের সুরার জন্য রোগী দেখা কমিয়ে দিয়েছেন অথবা সাময়িক স্থগিত রেখেছেন বলে জানা গেছে। ঠিক তখন ভিন্ন ও মহতী উদ্যোগ নিয়েছেন কলারোয়ার সন্তান ডাক্তার শফিকুল ইসলাম। এ অবস্থাতেও তিনি নিয়মিত রোগী দেখছেন। এমনকি যে কোনো অসুস্থতার চিকিৎসা নিতে যারা স্বশরীরে আসতে পারছেন না, তারা করোনার উপসর্গ অনুভূত হলে নিজের মোবাইল ফোনে (০১৭৪২১৭৩৬৯৬) কল করলে বিনা পারিশ্রমিকে যে কোনো সময় চিকিৎসা পরামর্শ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে সতর্কতা যেমন জরুরি তেমনি অন্য রোগের চিকিৎসা দেয়াও জরুরি। এছাড়া এই সময়ে জ্বর-সর্দি ফু’র সময়। সুতরাং করোনার ভয়ে বসে না থেকে যে কোনো রোগের চিকিৎসা অব্যাহত রাখতে পারলেই তো আমরা মানুষের সেবায় শরিক হতে পারবো।