অবশেষে পরিষ্কার হলো কেসি কলেজ ছাত্রাবাসের সেপটিক ট্যাংক পরিষ্কার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ দৈনিক লোকসমাজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থিত সরকারি কেসি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের সেপটিক ট্যাংক পরিষ্কার করা হয়েছে। বুধবার দুপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করা হয়। কেসি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের মলযুক্ত ময়লা পানির দুগর্ন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। বিশেষ করে পুলিশ বক্সে বসে কোনো ট্রাফিক ও পুলিশ সদস্য ডিউটি করতে পারছিলেন না। দুর্গন্ধে মানুষ নাকে রুমাল দিয়ে চলাফেরা করতো। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। কেসি কলেজের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ছাত্রাবাসের চারদিকে ময়লা পানিতে সয়লাব হয়েছিল। ফলে ছাত্রাবাসের সেপটিক ট্যাংক উপচে ময়লা পানি রাস্তা দিয়ে গড়িয়ে পড়ছিল। ছাত্ররাও দুগর্ন্ধে পড়ালেখা করতে পারছিলো না। বিষয়টি নিয়ে কেসি কলেজের শিক্ষক ও হোস্টেল সুপার রফিকুল ইসলাম জানিয়েছিলেন, এক মাস আগে আমরা ট্যাংক পরিস্কার করেছিলাম। স্থায়ী ড্রেন না থাকায় কোনো সুরাহা হয় না।