কুয়েটে ‘এন্ট্র্রিপ্রিনারশিপ উইথ আইটি ইনোভেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0

লোকসমাজ ডেস্ক ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এবং আইসিটি ডিভিশনের হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় দিনব্যাপী ‘এন্ট্র্রিপ্রিনারশিপ উইথ আইটি ইনোভেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ ডিস্্ট্যান্স লার্নিং থিয়েটারে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আমিনুল হক আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রজেক্ট ডিরেক্টর এ এন এম শফিকুল ইসলাম এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে এম আজহারুল হাসান।