খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা

0

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোর বেজাপাড়া সর্বজনীন পূজা মন্দিরে বিশেষ প্রার্থনা ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সোমবার রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখা গণতন্ত্রের মাতার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস, সদস্য সচিব নির্মল কুমার বিট, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক অলোক ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সুদীপ্ত কুমার ঘোষ, মানিক সাহা, বিষ্ণু সাহা, সুকুমার বিশ্বাস, চঞ্চল সরকার, সদস্য বিশ্বজিৎ হালদার, তাপস পোদ্দার, বিদ্যুৎ বিশ্বাস, সুব্রত ঘোষ, জলা পূজা উদযাপন পরিষদের নেতা মৃণাল কান্তি, দীপক রায় প্রমুখ।