খুলনায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

0

খুলনা ব্যুরো॥ খুলনায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকালে নগরীর শিববাড়ী মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। হামলার শিকার দুই সাংবাদিক হলেন দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয় ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক এহতেশামুল হক শাওনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। এ সময় তাকে সাংবাদিক কামরুল হোসেন মনি রক্ষা করতে গেলে তাকেও মারপিট করা হয়। সন্ত্রাসীদের উপর্যুপরি মারপিটে তারা রাস্তার ওপর পড়ে গেলেও বেধড়ক পিটিয়ে তারা চলে যায়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এহতেশামুল হক শাওন বলেন, দুপুরে শিববাড়ী মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের সামনে গেলে কয়েকজন যুবক তাদের কাছে জানতে চান, দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান কে? পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিক কামরুল মনি তাকে রক্ষা করতে গেলে সন্ত্রাসী তাকেও বেধড়ক মারপিট করে।

এদিকে সাংবাদিক এহতেশামুল হক শাওন ও কামরুল হোসেন মনির ওপর হামলার ঘটনায় খুলনার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সাংবাদিক এহতেশামুল হক শাওন ও কামরুল হোসেন মনির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী কমিটি, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও বিএফইউজে খুলনা ইউনিটের নেতৃবৃন্দ।