নড়াইলে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ী আসাদুজ্জামান খন্দকারের বাড়িতে বোমা হামলা করেছে সন্ত্রাসীরা। সদর উপজেলার আগদিয়া গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ব্যবসায়ী আসাদুজ্জামান খন্দকার জানান, গত ২৭ অক্টোবর রাতে দু দফায় অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোন করে তার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বোমা মারার হুমকি দেওয়া হয়। পরের দিন সদর থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন। চাঁদা না দিয়ে থানায় অভিযোগ দায়ের করায় গত বুধবার রাত ৮টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

ব্যবসায়ী আসাদুজ্জামানের স্ত্রী শাপলা জানান,অজ্ঞাত সন্ত্রাসীদের হুমকি পাওয়ার পর থেকে আমরা পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।