চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহা. আহসানুল মিজান রুমি, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সিনিয়র সহ সভাপতি ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন,মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সামছুন্নাহার প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিকসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং সৃষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে সকলে একমত পোষণ করেন।