যশোরে ধানের শীষের পক্ষে যুবদলের প্রচারপত্র বিলি

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে যশোর শহরে প্রচারপত্র বিলি করেছে যুবদল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে বুধবার জেলা ও নগর যুবদলের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেন।

শহরের দড়াটানা মোড় থেকে প্রচারপত্র বিলি শুরু হয়। এরপর বকুলতলা, সিভিল কোর্ট মোড়, রেলগেট, ডালমিল, চাঁচড়া চেকপোস্টসহ বিভিন্ন স্থানের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে প্রচারপত্র বিলি করেন নেতৃবৃন্দ।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণকে ভোট দিতে দেয়নি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি। এখন ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশে জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। সারাদেশে ভোটের হাওয়া বইছে।

জনগণের রাজনৈতিক দল হিসেবে একমাত্র বিএনপি তাদের ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজপথে অবিচল ছিল। আগামী নির্বাচনে জনগণ তার প্রতিদান স্বরূপ ধানের শীষের পক্ষে রায় প্রদানের মাধ্যমে বিএনপির বিজয় নিশ্চিত করবে, ইনশা আল্লাহ।’

এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও কবির হোসেন বাবু, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুবদল নেতা কামরুজ্জামান বিদ্যুৎ, নাজমুস সাকিব জ্যোতি, কামরুল ইসলাম প্রমুখ।