বাগআঁচড়ায় জেলা পরিষদের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বাগুড়ী এলাকায় জেলা পরিষদের জায়গা দখল করে ইটভাটা ব্যবসায়ী শহিদুল ইসলামের বিরুদ্ধে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের পাশে ড.মশিউর রহমান মহিলা কলেজ সংলগ্ন খাস জমিতে পাঁচতলা ফাউন্ডেশনে মার্কেট নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগুড়ি মৌজায় ৩২ নম্বর দাগে ১ এর খতিয়ানে জেলা পরিষদের ৪০ শতক জমি রয়েছে। যার এসএ নং ৩। ওইসব জমি স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অল্প অল্প করে দখল করে নিচ্ছেন।

বিগত আওয়ামী শাসনামলে জেলা পরিষদের প্রায় ৩৬.৫ শতাংশ জমি পার্শ^বর্তী জমির মালিকরা দখল করে নেন। বাকি সাড়ে তিন শতক জমি দখল করে ইটভাটা ব্যবসায়ী শহিদুল ইসলাম দিনরাত শ্রমিক খাটিয়ে রাজকীয় মার্কেট নির্মাণ করছেন। জমির ওপর ৩৬ টি পিলার উঠিয়ে ইট গাঁথার কাজ চলছে। এ ব্যাপারে শহিদুল ইসলাম বলেন, ‘আমার বৈধ কাগজপত্র রয়েছে,আপনারা তা দেখে যেতে পারেন।’

৪০ শতাংশ জমি দখলের বিষয়টি স্বীকার করেন যশোর জেলা পরিষদের সার্ভেয়ার এমএ মঞ্জু। তিনি বলেন,‘আমি বিষয়টি শুনে জমিতে গিয়ে শহিদুল ইসলামকে নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি। কিন্তু তিনি বন্ধ করেননি। তিনি আরও বেশি শ্রমিক লাগিয়ে দ্রুত কাজ করাচ্ছেন। আমি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি।’ সরকারি এ জমি উদ্ধারে দখলদারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।