জাতীয় বাস্কেটবলের যশোর ভেন্যুর উদ্বোধনী খেলায় রাজশাহীর জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় বাস্কেটবল প্রতিযাগিতার যশোর ভেন্যুর উদ্বোধনী দিনের তিনটি খেলায় জয় পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে ৫৯-৫৪ গোলে পরাজিত করে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা। দ্বিতীয় খেলায় আমরিকান ইটারন্যাশনাল ইউনিভারর্সিটি ৬১- ৫৩ পয়েন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে ( বিকএসপি) পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় না আসায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ওয়াক ওভার লাভ করে। পরে অতিথিদের সম্মানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রতিযোগিতার আহবায়ক মাহতাব নাসির পলাশ, জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদের সাবেক সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল প্রমুখ।