চৌগাছার নবাগত ইউএনও’র মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলার নবাগত নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার শাহিনুর আক্তার।

উপজেলা সমাজসেবা অফিসার মেহেদি হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)ও পৌর প্রশাসক তাসমিন জাহান, উপজেলা জামায়াতের আমির মাও. মো. গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাছান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল অহম্মেদ, পৌর জামায়াত নেতা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধ ওয়াজেদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা রুহুল আমিন,ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আনিসুর রহমান, প্রেসক্লাব চৌগাছার আহবায়ক মুকুরুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের আবহয়ক আব্দুল মান্নান, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক শওকত আলী, ইয়াসিন আলী প্রমুখ।

এদিকে সোমবার সকালে নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।