রামপালে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময়সভা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ মঙ্গলবার রামপালে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় অভিজ্ঞতা বিনিময়সভা অনুষ্ঠিত হয়।

ইয়োথ ফর দ্যা সুন্দরবনের সাবেক আহবায়ক এমআর সিফাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এমএ সবুর রানা।

অন্যান্যের ভেতর উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি ও বেলা সদস্য এএইচ নান্টু, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান। স্বাগত বক্তব্য দেন, বাগেরহাট জেলা রূপান্তরের সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।