বেনাপোল দিয়ে ভারতে গেলেন ৭০ বৌদ্ধ তীর্থযাত্রী

0

বেনাপোল (যশোর) সংবাদদাত ॥ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার বৌদ্ধ সম্প্রদায়ের ৭০ জন তীর্থযাত্রী ভারতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান দর্শনে যাত্রা করেছেন। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে তারা যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন।

বন্দর সূত্র জানায়, চট্টগ্রামের রাউজান উপজেলার ফেন্ছুঘোনা গ্রামের অলক বড়ুয়া বিটু (পাসপোর্ট নং- অ০১২৩৪৪১৭২) এই তীর্থযাত্রী দলের নেতৃত্ব দিচ্ছেন। তীর্থযাত্রীদের মধ্যে ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী জানান, প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা ও যাচাই-বাছাই শেষে তীর্থযাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তারা বিহারের বুদ্ধগয়া, রাজগীর, নালন্দা ও উত্তর প্রদেশের সাংনাথ, বৈশালী, কুশিনারা ও শ্রাবস্তীসহ বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহাসিক তীর্থস্থানগুলো পরিদর্শন করবেন।

তারা ২০ থেকে ২৫ দিন ভারতের বিভিন্ন তীর্থে অবস্থান শেষে দেশে ফিরবেন।