জাতি জাতীয়তাবাদী শক্তির বিজয় দেখতে চায়: অধ্যাপক নার্গিস বেগম

যশোরে যুবদলের সমাবেশে 

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জাতি নির্বাচনী ট্রেনে উঠে গেছে। এই নির্বাচনে তারা জাতীয়তাবাদী শক্তির বিজয় দেখতে চায়। দেশের আপামর জনতা আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রের চালকের আসনে দেখতে চায়। তাই সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করে জনগণের কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে হবে।

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সোমবার মুন্সি মেহেরুল্লাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, হাসিনা বিরোধী আন্দোলনে আমরা জয়ী হয়েছি নৈতিক শক্তির বলে। মানুষের ঘৃণা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়, এমন রাজনীতি আমরা কখনোই করি না। আমরা জানি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদল হয়। কিন্তু আমরা বিরোধী দলে থেকেও প্রমাণ করেছি, আমাদের কোন নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়নি। শত নির্যাতনেও দল পরিত্যাগ করেনি। এটিই হচ্ছে বিএনপির অন্তর্নিহিত শক্তি। এই শক্তি নিয়ে আগামী দিনে গণতন্ত্রকে স্থায়ী করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, বারংবার দেশে গণতান্ত্রিক যাত্রা ব্যহত হয়েছে। পরাশক্তি এবং আধিপত্যবাদী শক্তির চক্রান্তের মধ্যেও জাতীয়তাবাদী শক্তি মাথা তুলে দাঁড়িয়েছে। কখনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপামর জনতা ঐক্যবদ্ধভাবে সেই লড়াইয়ে জয়ী হয়েছে। এমন সংগ্রামমুখর সময়ে যুবদলের জন্ম হয়েছিল। দেশের তরুণ সমাজের মধ্যে জাতীয়তাবাদী শক্তির বীজ বপন করতে ও গণতন্ত্রকে শক্তিশালী রুপ দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণ শক্তিকে ঐক্যবদ্ধ করার প্রয়োজন অনুভব করে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন।

দলটি প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি সংকটে-সংগ্রামে দায়িত্ব পালন করেছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে দেশ ও জাতির প্রয়োজনে যুবদলের নেতাকর্মীরা অকাতরে রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দেশের যুব শক্তিতে ঐক্যবদ্ধ করতে যুবদল দায়িত্বশীল ভূমিকা পালন করে। শত নির্যাতন- নিপীড়ন সহ্য করেও যুবদলের একজন নেতাকর্মীও লড়াই- সংগ্রাম থেকে পিছু হটেনি।

জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানার পরিচালনায় সমাবেশ আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্মআহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবলু, আরিফুল ইসলাম আরিফ, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আবুল কালাম আজাক, যুবদল নেতা আব্দুল মান্নান, বাকিউজ্জামান রানা প্রমুখ।

সমাবেশ শেষে অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দড়াটানা মোড়, চিত্রা মোড়, চৌরাস্তা মোড় ও আরএন রোড হয়ে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।