মনোনয়ন প্রত্যাশীদের তারেক রহমান ঐক্যবদ্ধ থাকুন, ধানের শীষের পক্ষে কাজ করুন

0

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে, যারা মনোনয়ন পাবেন না, তাদেরও দল ভবিষ্যতে মূল্যায়ন করবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

সোমবার গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশনা দেন তারেক রহমান।

বৈঠকে অংশ নেওয়া মনোনয়ন প্রত্যাশীরা জানান, মনোনিত প্রার্থীর বিপক্ষে কাজ করলে বহিষ্কারসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে। কাউকে মনোনয়ন দেওয়ার গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, তবে ঐক্যবদ্ধ থাকার রেড সিগন্যাল দেওয়া হয়েছে।

শুরুতেই খুলনার বিভাগের ১০ জেলার অন্তত ৪০ জন প্রার্থীর সঙ্গে কথা বলেছেন তিনি। এ আয়োজন ঘিরে গুলশান কার্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে রোববার ধারাবাহিক বৈঠক করেন তারেক রহমান। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ মতবিনিময় হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

আগামী নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আস্তে আস্তে সেই শক্তি দৃশ্যমান হচ্ছে। সামনে আরও দৃশ্যমান হবে। দল ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি।