যশোরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকেলে গণঅধিকার পরিষদ যশোর জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি এবিএম আশিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল। বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জেলার সহসভাপতি আবুল কালাম গাজী, যুগ্ম সম্পাদক সম্পাদক আব্দুর রাজ্জাক শান্ত খাঁন, দফতর সম্পাদক মহিন পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক শাওন হোসেন, শ্রমিক অধিকার পরিষদ, যশোর জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুরাদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, যুব অধিকার পরিষদ, যশোর জেলার সাবেক সভাপতি রুবেল শেখ, সাবেক সাধারণ সম্পাদক মিলন শেখ, সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মুন্না, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।