কালীগঞ্জে ১৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ কিশোরের

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে গত ১৫ দিনেও নিখোঁজ কিশোর আলী আকবর রিজভীর (১২) সন্ধান মেলেনি। গত ১০ অক্টোবর বিকেলে শহরের বলরামপুর ভ্যানস্ট্যান্ড থেকে সে নিখোঁজ হয়। রিজভী শহরের ফয়লা গোহাটা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

এ ঘটনায় অপহরণ ও গুমের অভিযোগ এনে তার পিতা জাহিদুল ইসলাম ২০ অক্টোবর ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এবং ১২ অক্টোবর কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ রিজভীর পিতা কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের জাহিদুল ইসলাম জানান, রিজভী তার নানা কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের মানোয়ার হোসেনের বাড়ি থেকে হাফেজি পড়ত। ঘটনার দিন ১০ অক্টোবর বিকেলে নানার কাছ থেকে টাকা নিয়ে কিছু খাবার উদ্দেশে বাড়ি থেকে বের হয়।

এরপর বাড়ির সামনেই ভ্যানস্ট্যান্ডে এসে এক কামারের দোকানে চাকু কিনতে যায়। চাকুর দাম জিজ্ঞাসার পরই রিজভী পরে আসছি বলে চলে যায়। এরপর সে ওই দোকানে বা বাড়িতেও ফিরে যায়নি। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। একদিন পর কালীগঞ্জ থানাতে একটি সাধারণ ডায়েরি করেন। সর্বশেষ তিনি অপহরণ ও গুমের অভিযোগে ২০ অক্টোবর ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

ফয়লা হাফেজি মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান জানান. রিজভী হাফেজি হেফজ শাখার ছাত্র। মাদ্রাসা এলাকা সংলগ্ন তার নানা বাড়িতে থেকেই পড়াশোনা করত। তার পরিবার থেকে নিখোঁজের বিষয়টি শোনার পর থেকে তারাও রিজভীর সন্ধানে খোঁজ খবর নিচ্ছেন।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, হাফেজি পড়ুয়া ছাত্র নিখোঁজের ঘটনায় থানাতে একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ তাকে উদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছে।