চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণ বিষয়ে সভা ও প্রচারণা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ মেছো বিড়াল একটি সংরক্ষিত ও আইসিইউএন কর্তৃক লাল তালিকাভুক্ত প্রাণী। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে এদের বিস্তার রয়েছে। চুয়াডাঙ্গা জেলা তার মধ্যে অন্যতম। বিভিন্ন সময়ে এই জনপদে মেছো বিড়াল হত্যার শিকার হচ্ছে। মেছো বিড়াল সংরক্ষণে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।

শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ‘মেছো বিড়াল সংরক্ষণে আমাদের করণীয়’ বিষয়ক আলোচনা সভা ও প্রচারণা কর্মসূচি পালন করা হয়। কুষ্টিয়া সামাজিক বন বিভাগ ও বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ সংস্থা যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক ও বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আহসান হাবীব শিপলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বন সংরক্ষক রকিক উদ্দিন।