একটি বিশেষ দল ভোটের বিনিময়ে ‘জান্নাতের’ টিকেট বিক্রি করছে

ঝিনাইদহে ওলামাদের সঙ্গে মতবিনিময়ে বক্তারা

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেছেন, ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করছেন।

শনিবার দুপুরে জেলা শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে ফ্যামিলি জোন মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা ওলামা দলের সভাপতি আল মাহাদী লিপিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব
ঝিনাইদহের আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সঙ্গে এ মতবিনিময় সভা করে জেলা বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলেম সমাজকে অবিহত করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ ও অন্যান্যের মধ্যে ওলামা দলের সাধারণ সম্পাদক এইচ এম কামরুজ্জামান, জেলা বিএনপির সহ সভাপতি মো. আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় এমএ মজিদ বলেন, ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা ভোটের বিনিময়ে জান্নাতের টিকেট বিক্রি করছেন। বেহেশত যাওয়ার প্রলোভন দেখাচ্ছে ভোটারদের।

তিনি আরও বলেন, গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মসজিদগুলোকে তারা রাজনৈতিক কর্মসূচি পালনের স্থানে পরিণত করেছে। এই ধরনের ধর্ম ব্যবসায়ী দলের প্রতারণা থেকে আলেম-ওলামা মাশায়েখদের সতর্ক থাকতে হবে। ওলামা মাশায়েখ ও আলেমরা জাতির পথনির্দেশক, তারা সচেতন হয়ে মানুষকে ইসলামের সঠিক বার্তা পৌছে দিলে ধর্ম নিয়ে দেশে কেউ রাজনীতি করতে পারবে না।

সভা শেষে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃত্বে ঝিনাইদহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ধানের শীষের পক্ষে হ্যান্ডবিল বিতরণ করেন নেতাকর্মীরা।