ঝিকরগাছায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবলে গোড়পাড়া চ্যাম্পিয়ন

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)। ঝিকরগাছায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টাইব্রেকারে ঝিকরগাছা উপজেলার বল্লা ফুটবল একাদশকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে গোড়পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর যুব সংঘের আয়োজনে শুক্রবার বিকেল ৪টায় আলহাজ রফিউদ্দিন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ঝিকরগাছা উপজেলার বল্লা ফুটবল একাদশ বনাম শার্শা উপজেলার গোড়পাড়া ফুটবল একাদশ।

নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হওয়ায় তা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ঝিকরগাছা উপজেলার বল্লা ফুটবল একাদশকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে শার্শা উপজেলার গোড়পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক কাবিজ। সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্সআপ দলের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ জনি।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোর জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাড, মোহাম্মদ ইসহক, সাবেক যুগ্ম-আহবায়ক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান লিটু, সাংগঠনিক সম্পাদক আখিজুর রহমান পলাশ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু প্রমুখ।