চৌগাছায় ফের দুর্ঘটনার কবলে বেপরোয়া গতির মোটরসাইকেল, নিহত ২

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ফের মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ভাদড়া মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে পাঠায়।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে দশটার পরপরই উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুণ্ডু গ্রামের তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২১) ও একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইমন হোসেন (১৬) চৌগাছা বাজারে আসার উদ্যেশে বাড়ি থেকে বের হন। তারা ১৫০ সিসি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে (যশোর ল-১২-০৮১২) হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে ছুটে চলেন।

পাশাপোল বাজার ও জাহাঙ্গীরপু গ্রামের মাঝামাঝি যাত্রী ছাউনি ছেড়ে এসে ভাদড়ার মোড়ে তারা বিপরীত দিক থেকে আসা একটি ডিসকভারি মোটরসাইকেলের সাথে ধাক্কা দিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বালি ভর্তি ইঞ্জিন চালিত ট্রলির পেছনে জোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল ভেঙে দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই তারা মারা যান। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর মর্গে পাঠান।

প্রত্যক্ষদর্শী জব্বার আলী বলেন, আমি বাইসাইকেলে চৌগাছা দিকে যাচ্ছিলাম। এ সময় দেখি ছেলে দুটি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আমাকে ওভারটেক করেই সামনে থেকে আসা আর একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ট্রলির পেছনে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তারা মারা যায়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পাশাপোল দশপাকিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্য যায়। মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে যশোর মর্গে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে অনুরূপভাবে বেপরোয়া গতিতে মোটরসাইকলে চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিয়ে সাগর হোসেন (২১) নামের এক যুবক নিহত হন। তিনি উপজেলার মাশিলা গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী এ রকম দুর্ঘটনা বন্ধে কিশোর-যুবকদের বেপরোয়া গতির মোটরসাইকেল চালনা নিয়ন্ত্রণে সামাজি সচেতনতা ও প্রশাসনের পদক্ষেপ কামনা করেন।