আগামী নির্বাচনে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যে দল সবসময় জনগণের পক্ষে কথা বলে, তাদের জন্য কাজ করে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে অবিচল থাকে, জনগণ অবশ্যই আগামী নির্বাচনে সেই দলের প্রতি আকুণ্ঠ সমর্থন জানাবে।

তিনি বলেন, যারা দেশ ও দেশের মানুষকে নিরাপদ রাখতে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সোচ্চার থাকে, যাদের অতীত ইতিহাস সাফল্যে উজ্জ্বল, জনগণ সেই দলকেই আগামী দিনে বেছে নেবে।

শুক্রবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে যশোর নগর মহিলা দল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক নার্গিস বেগম।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি একটি সত্যিকারের গণতান্ত্রিক ও জনবান্ধব সরকার গঠনে বিশ্বাসী। সে সরকার জনগণের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে, যেখানে দেশ ও জনগণের স্বার্থই সর্বাগ্রে থাকবে।

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষের ভাতার কার্ড কেড়ে নিয়ে তাদের দলীয় কর্মসূচিতে যেতে বাধ্য করেছিল। কিন্তু বিএনপি কখনও এমন ন্যাক্কারজনক কাজ করেনি। বিএনপি সবসময় রাষ্ট্রীয় সম্পদ তছরূপ না করে জনগণের কল্যাণে ব্যয় করেছে।

নার্গিস বেগম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের নারী সমাজকে এগিয়ে নেওয়ার পাশাপাশি তাদের আধুনিক জীবনমান নিশ্চিত করেছিলেন। পরে বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার সুযোগ পেয়ে নারীর ক্ষমতায়নের ধারাকে আরও বেগবান করেছিলেন।

তিনি অভিযোগ করেন, জনগণের পক্ষে কথা বলার কারণেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তবে জনগণ আগামী নির্বাচনে তার প্রতিদান দেবে।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্নার সভাপতিত্বে এবং জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভিন আনু ও মহিলা দল নেত্রী ফারাহ ইয়াসমিনের যৌথ পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ।