যশোর পৌরসভা ও সুইসকন্ট্যাক্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

0

লোকসমাজ ডেস্ক ॥ যশোর পৌরসভা ও সুইসকন্ট্যাক্টের মধ্যে সম্প্রীতি প্রকল্পের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জলবায়ু অভিবাসীদের পৌর পরিকল্পনা ও পরিষেবা কাঠামোর সঙ্গে অন্তর্ভুক্ত করে সহনশীল, ন্যায়সঙ্গত ও টেকসই নগর ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার বিকেলে পৌর কার্যালয়ে এ স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে

সুইসকন্ট্যাক্ট যশোর পৌরসভার সক্ষমতা বৃদ্ধি, তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং অন্তভুক্তিমূলক সেবা ব্যবস্থাপনা জোরদারে সহায়তা করবে। প্রকল্পটি স্থানীয়ভাবে পরিচালিত, জলবায়ু-সংবেদনশীল নগর সুশাসনকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

যশোর পৌরসভার প্রশাসক এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক. রফিকুল হাসান ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন। এ সময় তারা বলেন, এই সমঝোতা স্মারকটি যশোরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার পথ উন্মুক্ত করতে চায়।

তাছাড়া এবং স্থানীয়ভাবে পরিচালিত, তথ্যনির্ভর ও অংশীদারিত্বভিত্তিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে অন্তভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়ন সম্ভব। বিজ্ঞপ্তি।