যশোর জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সম্মেলন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান বেলুন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

পরে আলোচনা সভা হয়। জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি মো. শরফিউল ইসলাম বাবলু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোতোয়ালি থানার ওসি মো. আবুল হাসনাত খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহা পরিদর্শক মো. আরিফুল ইসলাম, পরিদর্শক মো. শওকত হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জয়ন্ত কুমার কুণ্ডু, মডার্ন বায়োটেকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ওমর সানী ও ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ার।

চিত্রনায়ক ওমর সানী উপস্থিত হওয়ার পর দর্শকদের দৃষ্টি ছিল তার দিকেই। অনেকে তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।