কালীগঞ্জে পচা মাংস বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে পচা গরুর মাংস বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার জব্দ করা পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

বুধবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ পৌর শহরের বিভিন্ন মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। এ সময় উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা খাদ্য গুদামের সামনে পৃথক দুটি দোকানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গরুর মাংস বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করা হয়। প্রত্যেককে দেড় হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এদিকে শহরের নলডাঙ্গা সড়কে পৃথক অভিযানে পচা গরুর মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।