বাঘারপাড়ায় আগুনে পুড়ে গেছে ছয়টি দোকান

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা। যশোরের বাঘারপাড়ার চাড়াভিটা বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনে দুটি পেঁয়াজুর দোকান, একটি পানের দোকান, একটি মিষ্টির দোকান, একটি চা- পানের দোকান ও একটি বেকারি পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রাত সাড়ে তিনটার দিকে মসজিদের পাশে এয়াকুব খানের দোকানে আগুন লাগে। দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এরপর পাশের দোকান রেজাউল দফাদার, কামাল হোসেন, বাবু ঘোষ, জিয়াউর ও জুলফিকার আলীসহ ৬জন ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, খরব পাওয়ার সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

বাঘারপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লাখ ৭০ হাজার টাকা।