শালিখায় আমনের ফলন ভালো হয়নি

0

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা)॥ মাগুরার শালিখায় অতিবৃষ্টির কারণে আমন ধান, সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার অনেক ফসলের পানিতে তলিয়ে যায়। যে কারণে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়। পানি নেমে যাওয়ার পর নতুন করে আমন ধান রোপণ করা হয়েছে।

ইতোমধ্যে বেশ কিছু এলাকায় ধানে থোড় এসেছে। কিছু কিছু এলাকার ধান পেকে গেছে। জানুয়ারি মাসের মধ্যে ধান কাটা শেষ হবে বলে কৃষকরা জানিয়েছেন। তবে টানাবৃষ্টির কারণে উপজেলার কিছু কিছু এলাকায় আমন ধানের ভালো ফলন হয়নি। সেসব এলাকার কৃষকদের দুশ্চিন্তার শেষ নেই।

শালিখা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৪,৫৮১ হেক্টর জমি। গত বছরের তুলনায় এ বছর ৩১ হেক্টর জমি বেশি চাষ হয়েছে। অর্জিত হয়েছে ১৪,৫,৯০ হেক্টর জমি।

আড়পাড়া গ্রামের কৃষক কৃতান্ত রায় জানান, এ বছর বেশ কয়েক একর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছি। কিন্তু বন্যায় ধানের ক্ষেত তলিয়ে যায়। কিছু কিছু জমির ধান জেগে ছিলো। কিন্তু ফলন ভালো হয়নি। তবে ধান যা হয়েছে বাজারে ন্যায্যমূল্য পেলে কিছুটা পুষিয়ে যাবে।

একই গ্রামের কেনায়েত বিশ্বাস, উদ্দোপ মন্ডল, জিল্লুর রহমান, রেজাউল ইসলামসহ আরো অনেকেই বলেন, অন্য বছরের তুলনায় এ বছর আমন ধানের ফলন ভালো হয়নি। টানা বৃষ্টির কারণে এমনটা হয়েছে।

শতখালী গ্রামের কুটি মিয়া, বিকাশ মন্ডল ও করিম মোল্যা বলেন, তারা এ বছর ৫ একর করে জমিতে আমন ধানের আবাদ করেন। কিন্তু বৃষ্টির পানিতে তা তলিয়ে যায়। তারা বলে, এ কারণে নাবি (আগে) ধান রোপণ করেছিলাম। যে কারণে ধানের ফলন ভালো হয়নি।

একই এলাকার কৃষক শমিরন বিশ্বাস ও ধনেশ্বরগাতি কালিবাড়ীর তপন ঘোষ জানান, টানা বৃষ্টিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়।

শালিখা উপজেলা কৃষি অফিসার আবুল হাসনাত জানান, টানাবৃষ্টির কারণে শালিখা উপজেলার বিভিন্ন স্থানে ফসলের ক্ষেত তলিয়ে যায়। যে কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কিছু কিছু এলাকায় আমন ধান নাবি রোপণ করা হয়েছে। এসব এলাকায় ধানের ভালোই ফলন হয়েছে।