যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর গুরুতর আহত, ঢাকা মেডিকেলে রেফার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন সুতিঘাটা কামালপুর বাজারের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত কিশোর সোহান (১৪), রামনগর ইউনিয়নের আবুল হাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহান মোটরসাইকেলযোগে হেলমেটবিহীন অবস্থায় রাজারহাট থেকে মনিরামপুর যাচ্ছিল। পথিমধ্যে কামালপুর বাজার সংলগ্ন মসজিদের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে আহত সোহানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।