খুলনায় রফতানিকারক প্রতিষ্ঠান থেকে অপদ্রব্য পুশকৃত ৩৮ মণ চিংড়ি জব্দ

0

খুলনা ব্যরো ॥ খুলনায় অপদ্রব্য পুশ করা ৩৮ মণ চিংড়ি মাছ জব্দ করেছে যৌথবাহিনী। শুক্রবার কোস্টগার্ড ও মৎস্য পরিদর্শন ও মাণ নিয়ন্ত্রণ দফতর চিংড়ি রফতানিকারক প্রতিষ্ঠান খুলনা ফ্রোজেন ফুডস এক্সপোর্ট লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে এ চিংড়ি জব্দ করে।

পরে জব্দকৃত চিংড়ি মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিনষ্ট করা হয়। তবে অপদ্রব্য পুশ কাজে জড়িত কোম্পানির কাউকে আটক করা হয়নি।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ফ্রোজেন ফুডস এক্সপোর্ট লিমিটেডের উৎপাদন কক্ষে ব্লক সেকশনের সামনে প্রক্রিয়াজাত করার সময় চিংড়িতে অপদ্রব্য পাওয়া যায়। মাণ নিয়ন্ত্রণ বিভাগেও প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুত করা গলদা চিংড়ি পুশ করা অবস্থায় পাওয়া যায়। পুশ করা চিংড়ির পরিমাণ ১ হাজার ৫৪০ কেজি বা সাড়ে ৩৮ মণ।

তারা জানান, বিদেশে রফতানি করা চিংড়ির ওজন বাড়াতে জেলিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করা হয়। এতে চিংড়ির ওজন বেড়ে যাওয়ায় বাড়তি মুনাফা করে কিছু অসাধু ব্যক্তি। চিংড়িতে পুশ করা অপদ্রব্য মানবদেহের জন্য ক্ষতিকর।

মৎস্য পরিদর্শন ও মাণ নিয়ন্ত্রণ দফতর খুলনার সহকারী পরিচালক আবুল হাসান জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। অভিযানের পর আইন অনুযায়ী তাদের শোকজ করা হবে। এরপর জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।