ডাকাতিয়ায় চঞ্চল হত্যার আসামির বাড়ি লুট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ডাকাতিয়া মাঠপাড়ার ইজিবাইক চালক চঞ্চল গাজী হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামের বাড়ি ভাঙচুর, গরু ও ছাগলসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগে রোববার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনকে আসামি করে মামলাটি করেছেন রবিউল ইসলামের স্ত্রী চুমকি বেগম।

আসামিরা হলেন, সদর উপজেলার নুরপুর গ্রামের আনোয়ার হোসেনের দুই ছেলে ইসলাম (৫০) ও জাকির (৩৫), সিদ্দিকের ছেলে কাদের (৪৫), টিটোর ছেলে তারেক (৩০), কুবাদ আলীর ছেলে আক্তার (২৮), ইস্রাফিলের ছেলে সোহাগ (৩৭) ও একই এলাকার নাসিম (৩৩)।

মামলায় চুমকি বেগম উল্লেখ করেছেন, মাস দুয়েক আগে এলাকার মধু গাজীর ছেলে চঞ্চল গাজীর একটি ইজিবাইক চুরি হয়। ওই চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিউল ইসলাম ও চঞ্চল গাজীদের মধ্যে গত ৯ অক্টোবর মারামারি হয়। মারামারিতে মারা যান চঞ্চল গাজী।

এ সময় তার স্বামী রবিউল ইসলাম, দেবর বিল্লাল হোসেন ও ছেলে মুন্না মারাত্মক জখম হন। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ কারণে চুমকি বেগম আহতদের চিকিৎসার কাজে ব্যস্ত ছিলেন।

এরই সুযোগে ঘটনার দিন ৯ অক্টোবর রাত ৮টার দিকে উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাত পরিচয় আরো ২৫/৩০ জন রবিউল ইসলামের বাড়িতে হামলা চালান। তারা রবিউল ইসলামের বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করেন। ঘরে ঢুকে তারা ওয়্যারড্রবে রাখা নগদ ৩ লাখ টাকা, ৭ ভরি সোনার গহনা, গোয়ালঘর থেকে ২টি বিদেশি গরু, ৬টি ছাগল, ঘর থেকে ১৮মণ চাল, মোবাইল ফোনসেট ও ১টি টেলিভিশন লুট করেন।

এছাড়া হামলাকারীরা বাড়িঘরে ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন। এতে তাদের সর্বমোট ৫৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।