ঝিকরগাছায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বসতবাড়িতে চাষযোগ্য ইনব্রিড (উফশী) জাতের বিভিন্ন শাকসবজি এবং মাঠে চাষযোগ্য হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।