এম এম কলেজে চাকরি প্রস্তুতি সেল চেয়ে ছাত্রদলের স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে চাকরির প্রস্তুতি সেল গঠনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম শফিকুল ইসলামের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত করতে একটি চাকরি প্রস্তুতি সেল গঠন জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটন তরফদার, গোলাম সরোয়ার, আকিব আনোয়ার প্রমুখ।