নেপালে নেতৃত্ব নিয়ে বিরোধ, নিরাপদে আছেন বাংলাদেশিরা

0

লোকসমাজ ডেস্ক॥ নেপালে নেতৃত্ব নিয়ে হট্টগোলের জেরে জেন জি প্রতিনিধিদের ফিরিয়ে দিয়েছে সেনাবাহিনী। বুধবার সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে সমর্থন দেওয়ার পর জেন জি প্রতিনিধিরা সেনা সদর দপ্তরে গিয়েছিলেন সেনাপ্রধান অশোক সিগডেলের সঙ্গে আলোচনা করতে। তবে সেখানে নেতা নির্বাচন নিয়ে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়।

বিশৃঙ্খল নেপালে বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে গতকাল জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। নেপালে সেনা সদর দপ্তরের প্রধান গেটে যুবকরা একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। কারা অস্থায়ী সরকারের নেতৃত্ব নেবে তা নিয়ে তর্ক-বিতর্ক দেখা দেয়।

প্রতিনিধিদের একটি দল কার্কির নেতৃত্বকে সমর্থন করে। অন্যরা ঢারান মেয়র হার্কা সাম্পাং এবং কাঠমান্ডু মেয়র বালেন্দ্র শাহকে বিকল্প হিসেবে প্রস্তাব করে স্লোগান দেয়। আবার কিছু যুবক কার্কির নেতৃত্ব গ্রহণযোগ্য নয় বলে চিৎকার করতে থাকে।

এ অবস্থায় হস্তক্ষেপ করে সেনাবাহিনী। তারা সব বিক্ষোভকারীকে ফিরে যেতে নির্দেশ দিয়েছে এবং আগামী বৃহস্পতিবার নির্ধারিত নেতৃত্ব প্রতিনিধি ও তার ফোন নম্বরসহ ফের উপস্থিত হতে বলেছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, কেবল অনুমোদিত প্রতিনিধি নেতৃত্বের প্রস্তাব উপস্থাপন করবেন, যাতে বর্তমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে সুশৃঙ্খল সংলাপ এবং শৃঙ্খলা বজায় থাকে।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, নেপালে আটকেপড়া জাতীয় দলের ফুটবলারসহ সবাই নিরাপদে আছেন। পরিস্থিতি শান্ত হলেই দেশে ফিরতে পারবেন তারা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, ‘একটা ভালো দিক হলো, বিক্ষোভকারীরা তাদের রাজনীতিবিদদের খুঁজতে হোটেলে গিয়েছিল। সেখানে আমাদের জাতীয় ফুটবল দলকে দেখে তারা সম্মানের সঙ্গে সরে গেছে। আমাদের প্রতি তাদের কোনো খারাপ মনোভাব নেই। কাজেই আমি মনে করি না যে কোনো সংকট তৈরি হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশ দূতাবাস দলের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে। সবাইকে নিরাপদে ফেরাতে কিছুটা সময় লাগবে। অপেক্ষা করা ছাড়া আপাতত আমাদের আর কিছু করার নেই।