ভেজাল প্রসাধন বিক্রি : চৌগাছার তিন ব্যবসায়ীকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ভেজাল প্রসাধনী বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে চৌগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান জানান, চৌগাছা বাজারের তিনটি দোকানে বিক্রি করা প্রসাধনীর গায়ে কোনো কোম্পানির নাম না থাকা ও আমদানিকৃত প্রসাধনীতে কোনো সিল না থাকায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানাকৃত দোকান তিনটি, হাইচয়েজ, নিউ দিসার স্টোর ও টপশপ।