যশোরে অনলাইন জুয়াড়ি চক্রের ২ জন আটক

১৭টি সিম কার্ড জব্দ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। গত শুক্রবার সদর উপজেলার খাজুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসেট ও ১৭টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের তেজরোল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব হোসেন (২৬) ও বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুরা গ্রামের আয়ুব হোসেনের ছেলে হোসেন আলী (২৬)।

ডিবি পুলিশ জানায়, গত শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খাজুরায় মেইন রোড বাসস্ট্যান্ড থেকে জহুরপুর বাজারগামী সড়কের পাশে জনৈক রাজিব হোসেনের ‘আরিয়ান টেলিকম’ দোকানের সামনে কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। এ খবর পেয়ে ডিবি পুলিশের ওসি মো. মঞ্জুরুল হক ভূঞা ও এস.আই. শিবু মণ্ডলসহ একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে রাজিব হোসেন ও হোসেন আলী নামে দুই অনলাইন জুয়াড়িকে আটক করা হয়।

আটকের পর তারা ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেন। পরে তাদের কাছ থেকে অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসেট ও বিভিন্ন কোম্পানির ১৭টি সিম কার্ড জব্দ করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের এ.এস.আই. মো. আজহারুল ইসলাম ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২০/২৪/২৭ ধারায় কোতোয়ালি থানায় মামলা করেছেন। এরপর বিকেলে আটক দুই জুয়াড়িকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।