যশোর জেনারেল হাসপাতালে ছিনতাই, নারী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থেকে যশোরে এসে হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় শেফালী (৩০) নামের এক নারীকে আটক করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের গাইনি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটক শেফালী হবিগঞ্জের মাধবপুর উপজেলার সালাউদ্দিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর শহরতলির আরবপুর গ্রামের বাসিন্দা নাসিমা খাতুন (৪৪) রোববার সকাল সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। তিনি হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটছিলেন।

এ সময় শেফালী তার গলার স্বর্ণের চেইন টান দিয়ে ছিঁড়ে পালানোর চেষ্টা করেন। নাসিমার চিৎকারে আশেপাশের রোগী ও লোকজন ছুটে আসেন। হাসপাতালের কর্মী আলমগীর হোসেনসহ অন্যরা ধাওয়া করে গাইনি বিভাগের ১১৩ নম্বর কক্ষের সামনে তাকে আটক করেন।

পরে টহলরত পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। এরপর কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার তাকে থানায় নিয়ে যান।

চেইনটির মালিক নাসিমা খাতুন জানান, হাসপাতালের ভিড়ের মধ্যে ওই নারী জোর করে তার চেইনটি ছিনিয়ে নিচ্ছিল। তার চিৎকারে হাসপাতালের লোকজনের সহায়তায় চেইনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

আটক শেফালী পুলিশকে জানিয়েছেন, তাকে তার এক বড় ভাই যশোরে পাঠিয়েছেন, তবে তিনি তার নাম বলতে রাজি হননি।

তিনি আরও জানান, তাদের একটি বড় চক্র আছে যার সদস্যরা যশোর, কুমিল্লা, হবিগঞ্জ ও দাউদকান্দি অঞ্চলে ছিনতাইয়ের কাজ করে।