কোচবিলে আর হবে না ঘের, পুরনোগুলো আবদ্ধ পানি সরানোর ব্যবস্থা করবে

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ যশোরের মনিরামপুরে কোচবিলের জলবদ্ধতা নিয়ে সৃষ্ট জটিলতার নিরসন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক ও ঘের মালিকদের সমন্বয়ে এ সমঝোতা হয়েছে। এসময় সিদ্ধান্ত নেওয়া হয়- এখন থেকে ওই বিলে নতুন করে ঘের নির্মাণ বন্ধ, পুরনো ঘেরের মুখ খুলে বিলের পানি সরানোর ব্যবস্থা, ঘেরপাড়ের গাছপালা অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মনিরামপুর উপজেলার জয়পুরে কোচবিলে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ১৬টি ঘের করায় কয়েক হাজার বিঘা জমি স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়। ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েন। কৃষকরা দাবি করে আসছেন, কোচবিলের অপরিকল্পিত ঘের উচ্ছেদ করে জলাবদ্ধতার নিরসনের। বাধ্য হয়ে ভুক্তভোগীরা এলাকায় মাইকিং করে হাজারো কৃষক জোটবদ্ধ হয়ে গত ১২ আগস্ট বিলের ঘেরের মুখ কাটা শুরু করেন। এ নিয়ে কৃষক ও ঘের মালিকদের মাঝে চরম উত্তেজনার দেখা দেয়।

বিষয়টির স্থায়ী সমাধানে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জরুরি বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াতের আমির ফজলুল হক, কৃষি অফিসার মাহমুদা আকতার, মৎস্য অফিসার সেলিম রেজা, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, ঘের মালিকদের পক্ষে এনামুল হকসহ চারজন ও কৃষকদের পক্ষে মনিরুজ্জামানসহ চারজন।

উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, দীর্ঘ বৈঠকে সর্বসম্মতিক্রমে ঘের মালিক ও কৃষকদের মধ্যে শান্তিপূর্ণ সমাধান হয়।