চৌগাছায় বৃদ্ধের লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছার কমলাপুর মোড়ে একটি চায়ের দোকানের সামনে থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

স্থানীয় থানা সূত্রে জানা গেছে, উপজেলার পুড়াপাড়া সড়কে কমলাপুর বাজারের একটি চায়ের দোকানের সামনে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার সকাল দশটা থেকে বারটার মধ্যে কোন এক সময় তিনি মারা যান। তিনি অন্তত তিন সপ্তাহ ধরে ওই বাজারে থাকতেন। বিভিন্ন দোকান থেকে চেয়ে খেতেন। কোন কথা বলতেন না।

স্থানীয় চা বিক্রেতা আনছার আলী বলেন, আমি সকাল ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। বারটার দিকে খবর পাই দোকানের সামনের সেই বৃদ্ধ মারা গেছেন। এরপর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

চৌগাছা থানার এসআই মিজানুর রহমান বলেন, স্থানীয়রা জানিয়েছেন ওই বৃদ্ধ তিন সপ্তাহ ধরে এই বাজারে থাকতেন। করো সাথে কথা বলতেন না।

থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশের একটা টিম পাঠানো হয়।