সুন্দরবন থেকে ক্যান্সারের ওষুধ-পাতা বিড়িসহ বিপুল ভারতীয় পণ্য উদ্ধার

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ পশ্চিম সুন্দরবনের খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি ও ক্যান্সারের ঔষধ উদ্ধার করেছে সেনাবাহিনী। আটক করা হয়েছে চারজনকে।

শনিবার ভোরে চোরাকারবারীদের কবল থেকে অবৈধভাবে ভারত থেকে আনা এসব সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালিগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা আজিজুল হক (৩৮), আব্দুস সোবহান মোল্লা (৪০), দেলোয়ার হোসেন বাবু (৪০) এবং আশরাফ আলীকে (২৮) আটক করে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা।

এর আগে বৃহস্পতিবার সুন্দরবনের চিহ্নিত বনদস্যু জামির আলী জামু (৫৫), আলমগীর হোসেন বাবুসহ তাদের এক সহযোগীকে একনলা বন্দুক এবং চৌদ্দটি কার্তুজসহ আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনীর অধিকতরে জিজ্ঞাসাবাদ জামু ও তার সহযোগিরা সুন্দরবনে আত্মগোপনে থাকা আজিজুলসহ অপর সহযোগিদের বিষয়ে তথ্য দেয়। পরে সেনাবাহিনীর চৌকস সদস্যরা শনিবার ভোরে সুন্দরবনের ভেতরে অভিযান চালিয়ে সীমান্ত পেরিয়ে আসা ১৫ বস্তা মালামাল জব্দ করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১২ লাখ ৮০০টি পাতা বিড়ি ও ২৭ হাজারটির বেশি ওষুধ। এসবের পণ্যের আনুমানিক মূল্য ৫০ লক্ষাধিক টাকা।

মেজর ইফতেখার বলেন, আটক ব্যক্তিরা সুন্দরবন এলাকার একটি চোরাচালান চক্রের সদস্য। তারা নানাবিধ চোরাচালান ও মানবপাচারের সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামি ও জব্দকৃত মালামাল শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।