ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

0

লোকসমাজ ডেস্ক ॥ ফরিদপুরে দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় আবুল হোসেন পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মধুখালীগামী লোকাল রিংক পরিবহন এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর হোসেন ফিলিং স্টেশন এলাকা ক্রসিংয়ের সময় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুটি জব্দ করা হয়েছে।