যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষায় প্রায় ৫০ হাজার আবেদন জমা

0

বিশেষ প্রতিনিধি ॥ যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে। গত রোববার সন্ধ্যায় যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১০ আগস্ট এই পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

সূত্রমতে, মোট ২৪টি বিষয়ের জন্য এই আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ৬৪টি করে আবেদন এসেছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য। এরপরই রয়েছে সাধারণ গণিত, যেখানে ৬ হাজার ৮০৩টি আবেদন জমা পড়েছে। সবচেয়ে কম মাত্র ২টি আবেদন পড়েছে অ্যাকাউন্টিং বিষয়ে।

এছাড়াও, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২ হাজার ১৭টি করে, ভূগোল ও পরিবেশ বিদ্যায় ১ হাজার ১১৭টি, ইসলাম ও নৈতিক শিক্ষায় ১ হাজার ৭৪০টি, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষায় ৩০৪টি, উচ্চতর গণিতে ১ হাজার ৫১৫টি (আরেকটি তথ্যে ২ হাজার ১১৯টি উল্লেখ করা হয়েছে), বিজ্ঞানে ১ হাজার ৩৬৪টি, পদার্থবিজ্ঞানে ৩ হাজার ২৭২টি, রসায়নে ২ হাজার ১৭৬টি, জীববিজ্ঞানে ২৯৯টি, কৃষিশিক্ষায় ২ হাজার ৭০৮টি, এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ২ হাজার ৫১৭টি আবেদনসহ অন্যান্য বিষয় মিলিয়ে মোট ৪৯ হাজার ৭৭৯টি আবেদন জমা পড়েছে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, খাতা নিরীক্ষকদের আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে খাতা দেখতে বলা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল গত ১০ জুলাই ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর বোর্ডে ১ লাখ ২ হাজার ৩১৯ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ছিল ৭৩.৬৯ শতাংশ, এবং ১৫ হাজার ৪১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছিল। এ বছর মোট ১ লাখ ৩৮ হাজার ৮১৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।