গোপালগঞ্জের ঘটনা যে এত বড় হবে, গোয়েন্দা তথ্যে তা ছিল না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

0

লোকসমাজ ডেস্ক॥ গোপালগঞ্জে অন্যায়কারীদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছেন তারা গ্রেফতার হবে, এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে এ ঘটনায় গতকাল একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে আজ তিন ঘণ্টা ছাড় দিয়ে কারফিউ অব্যাহত থাকবে বল সরকার জানিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোপালগঞ্জে যে এমন ঘটনা ঘটবে সে বিষয়ে কি গোয়েন্দাদের কাছে কী তথ্য ছিল জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল, তবে হামলা যে এত বড় হবে, সেই তথ্য তাদের জানা ছিল না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অন্যায় করবে, তাদের গ্রেফতার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তিন সদস্যের এ কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং জানিয়েছে, তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয় থেকে আরও দুইজন অতিরিক্ত সচিব।

কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সহিংসতার প্রেক্ষাপটে বুধবার রাত ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। সেই সময় শেষে কারফিউ না তুলে তা অব্যাহত রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে ঘিরে বুধবার গোপালগঞ্জে দিনভর উত্তেজনা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ধ্যায় জেলায় ২২ ঘণ্টার কারফিউ জারি করে প্রশাসন।

কারফিউ চলাকালে বুধবার রাতে যৌথবাহিনীর অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হলেও এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি মির মো. সাজেদুর রহমান।

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষে চারজন নিহত হন, গুলিবিদ্ধ হন অন্তত ৯ জন, আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।