মাছ ধরতে গিয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ।। যশোর সদর উপজেলার কাশিমপুর সানতলা এলাকায় মাছ ধরতে গিয়ে ভৈরব নদে ডুবে মধুসূদন খাঁ (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবারের দাবি, মধুসূদন স্ট্রোকের রোগী ছিলেন এবং বৃষ্টির মধ্যে ঠান্ডা পানিতে মাছ ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে যান।

মৃত মধুসূদন খাঁ কাশিমপুর গ্রামের মৃত গদাধর খাঁ’র ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স বিভাগে সিভিল পদে কর্মরত ছিলেন এবং বর্তমানে অবসর জীবন কাটাচ্ছিলেন। চাকরি সূত্রে তিনি কাশিমপুর ইউনিয়নের সানতলা প্রাইমারি স্কুলের সামনে মোখলেসের ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে বৃষ্টির মধ্যেই মধুসূদন খাঁ বাড়ির নিচে ভৈরব নদে পাতা জালে মাছ ধরতে যান।

কিছুক্ষণ পর মেয়ে শান্তা রানী ও কয়েকজন প্রতিবেশী নদে গোসল করতে গিয়ে মধুসূদনের ভাসমান লাশ দেখতে পান।

এ সময় তাদের চিৎকারে প্রতিবেশী দীপ্ত কুমার ও অসিত কুমার ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন কুমার দে তাকে মৃত ঘোষণা করেন।

ডা. মিঠুন কুমার দে জানান, নদে মাছ ধরতে গিয়ে স্ট্রোকের (মস্তিষ্কজনিত রক্তক্ষরণ) কারণে তার মৃত্যু হয়েছে।