শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

0

শালিখা মাগুরা সংবাদদাতা ॥ “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় বাল্যবিবাহ বন্ধ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মো. নায়েব আলি বিশ্বাস এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আরিফুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিল্টন কুমার দে। এছাড়া, পরিদর্শক মিটুল হোসেন এবং শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখও বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফপিআই মো. মাছুদুর রহমান।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফলত অর্জনকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।